স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ছাড়বে না হামাস

Google Alert – সশস্ত্র

স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি এ অবস্থান পুনর্ব্যক্ত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে হামাস বলেছে, স্বাধীন জাতীয় অধিকারের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা ছাড়া আমাদের সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করা সম্ভব নয়। এর মূলে রয়েছে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন গাজা যুদ্ধ থামাতে ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা ভেস্তে গেছে। ওই আলোচনায় যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার মধ্যস্থতা করছিল। সর্বশেষ প্রস্তাবে একটি ৬০ দিনের যুদ্ধবিরতির কথা থাকলেও তা নিয়ে দুই পক্ষের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি।

হামাসের দাবি, ইসরায়েল যদি সত্যিকার অর্থে স্থায়ী শান্তি চায়, তবে প্রথমে ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রগঠনের অধিকার স্বীকার করতে হবে।

গাজা যুদ্ধ ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর শুরু হয়। এখন পর্যন্ত যুদ্ধটি প্রায় ২২ মাস পার করেছে। এই যুদ্ধে ফিলিস্তিনে ৬০ হাজারের বেশি মৃত্যু হয়েছে এবং ইসরায়েলি জিম্মিরাও এখনও গাজায় আটক রয়েছেন।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *