স্বাস্থ্যে আস্থার সংকট: ‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’

Google Alert – বাংলাদেশ

ছবির উৎস, Fakhrul Alam

ছবির ক্যাপশান, ছেলে আহনাফ তাহমিদের মৃত্যুর কয়েক দিন আগে এই সেলফিটি তুলেছিলেন ফখরুল আলম

“আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ। কষ্ট পাচ্ছে, তবুও সে ডাক্তারের কাছে যেতে রাজি না,” বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা ফখরুল আলম।

বছরখানেক আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে খতনা করাতে গিয়ে মি. আলমের বড় ছেলে আহনাফ তাহমিদের মৃত্যু হয়।

ওই ঘটনার পর শোকার্ত পরিবারটির সদস্যদের মধ্যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে।

“আমার ছোট ছেলেরও খতনা করানোর সময় হয়েছে। কিন্তু তাকে যে কোনো হাসপাতালে নিবো, সেই সাহস পাচ্ছি না,” বলেন মি. আলম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *