Bangla Tribune
লিওনেল মেসির নিষেধাজ্ঞায় সুযোগ হাতছাড়া হয়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে এই ম্যাচ জিতলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এফসি সিনসিনাটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারতো তারা। কিন্তু মেসিহীন ম্যাচটা খেলতে নেমে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি।
এমএলএস অল স্টার ম্যাচ না খেলায় মেসিসহ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন জর্ডি আলবা। যে সিদ্ধান্ত মেসি নিজেও সহজভাবে নিতে পারেননি। তবে ম্যাচ খেলতে না পারলেও সাইডলাইনে থেকে ঠিকই ম্যাচটা উপভোগ করেছেন তিনি। ছিলেন জর্ডি আলবাও। অবশ্য তারা আগ্রহ নিয়ে এলেও সতীর্থরা মন ভরাতে পারেননি। গোছানো ফুটবল খেলে তাদের হতাশ করেছে সিনসিনাটি।
অবশ্য একেবারে শেষ দিকে যোগ হওয়া সময়ে বিশাল বিপদ থেকে রক্ষা পায় মায়ামি। সিনসিনাটি ডিফেন্ডার মাইলস রবিনসন জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ফাউলের অপরাধে সেই গোল বাতিল করেন রেফারি। হেড করার মুহূর্তে ইন্টারের নোয়াহ অ্যালেনকে ফাউল করেছিলেন রবিনসন।
ইস্টার্ন কনফারেন্সে এই ড্রয়ে সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলো মায়ামি।
এদিকে, ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিবদ্ধ রদ্রিগো দে পলকে উন্মোচন করেছে ইন্টার মায়ামি। দে পল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
৩১ বছর বয়সী এই মিডফিল্ডার স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এবং লিগস কাপ অভিযানে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।