হাজারীখিল অভয়ারণ্যে ৩৩টি অজগরের বাচ্চা অবমুক্ত

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৩৩টি অজগরের বাচ্চা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

‎আজ (৪ জুলাই) ফটিকছড়ি উপজেলার হাজারীখিলে অবমুক্ত করা হয়।

‎অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নজরুল ইসলাম, হাজারীখিল রেঞ্জের বন কর্মকর্তা শিকদার আতিকুর রহমান এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

‎চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, “অজগরের মতো গুরুত্বপূর্ণ প্রজাতির সংরক্ষণে এই ধরণের অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং বিপন্ন প্রাণীরা তাদের স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।”

‎হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম একটি সংরক্ষিত বনাঞ্চল, যেখানে নানা প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ বিচরণ ক্ষেত্র রয়েছে। এখানে অজগরের মতো হিংস্র অথচ পরিবেশের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ প্রাণীদের সংরক্ষণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

‎স্থানীয় প্রশাসন ও বন বিভাগ জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রাণী অবমুক্তকরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *