হাজী সেলিমের বাড়িতে অভিযান: ‘বিলাসবহুল’ ৬ গাড়ি জব্দ : সংবাদ অনলাইন

Google Alert – আর্মি

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হাজী সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডের টিনশেড কক্ষে পাওয়া ৬ গাড়ির মধ্যে দুটি -সংবাদ

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ হাজী মোহাম্মদ সেলিমের ঢাকার চকবাজার এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২টার দিকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেবীদাস ঘাট লেনের ‘গুলশান আরা মাসুদা’ নামের বাসায় অভিযান পরিচালনা করে আজিমপুর ক্যাম্প-৪৬ ব্রিগেড (অজেয় চার) ও লালবাগ থানা পুলিশ।

এ সময় বাড়িটির বেইজমেন্টের (আন্ডারগ্রাউন্ড) গোপন কক্ষে পার্কিং করে রাখা কয়েক কোটি টাকার ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে- দুটি বিএমডব্লিউ, যার একটি সাদা ও অন্যটি লাল রঙের। এছাড়া একটি কালো রঙের নিসান প্যাট্রোল, একটি সাদা প্রোটন, একটি সাদা টয়োটা আইএসটি এবং একটি লাল রঙের টয়োটা রাশ, ত্রুসওভার।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, সেনাবাহিনী আমাদের কাছে পুলিশ চেয়েছিল। আমরা সে অনুযায়ী পুলিশ পাঠিয়েছি। তবে রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী কোনো জব্দ তালিকা পুলিশের কাছে দেয়নি। এ ঘটনায় থানায় কোনো তথ্য নথিভুক্ত হয়নি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ওই বছরের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন মামলায় বর্তমানে কারাবন্দী।

জানা গেছে, ১২তলা বিশিষ্ট গুলশান আরা মাসুদা টাওয়ারের নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি আলাদা রুম তৈরি করা হয়েছিল। সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়। দুপুরের দিকে সেনাবাহিনী ও পুলিশ বাড়িটি ঘিরে রাখে। এরপর আন্ডারগ্রাউন্ডে অভিযান পরিচালনা করা হয়।

আন্ডারগ্রাউন্ডের টিনশেড কক্ষে ৬টি গাড়ি দেখতে পায় যৌথবাহিনী। গাড়িগুলোর কাভার খুলে এবং ভেতরে তল্লাশি চালানো হয়। এসময় সংসদ সদস্য লেখা একটি লোগো পাওয়া গেলেও গাড়িগুলোর বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

অভিযানের সময় গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি।

এমনকি কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো রাখা হয়েছিল, সে বিষয়েও তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসব বিলাসবহুল গাড়ি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজী সেলিম ব্যবহার করতেন। তবে গাড়িগুলোর প্রকৃত মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযান শেষে গাড়িগুলো জব্দ করা হয় এবং ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান বলেন, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথবাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।

তারা বিষয়টি আমাদের জানিয়েছে। পরে তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *