হাটে অতিরিক্ত খাজনা আদায়, সেনাবাহিনীর হাতে বহিষ্কৃত বিএনপি নেতা আটক

Google Alert – সেনাবাহিনী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরে পশুর হাটে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগে ইজারাদারকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর একটি দল। শনিবার (৩১ মে) সন্ধ্যায় ওই ইজারাদারকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইজারাদারের নাম ফরিদুল হক শাহীন শিকদার। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। তবে তিনি নিয়মিত দলীয় কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত সময়ে চলতি বছর উপজেলা সদরের ভূরুঙ্গামারী হাটের ইজারা নেন বিএনপি নেতা শাহীন শিকদার। হাটে গরুপ্রতি খাজনা ৫০০ টাকা এবং ছাগলপ্রতি ২৫০ টাকা নির্ধারিত থাকলেও হাট কর্তৃপক্ষ গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২৭৫ টাকা থেকে ৩০০ টাকা আদায় করছিল। অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে অভিযোগ পেয়ে শনিবার ওই হাটে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযোগের সত্যতা পেয়ে ইজারাদার বিএনপি নেতা শাহীন শিকদারকে আটক করে থানায় সোপর্দ করে।

ওসি হেলাল মাহমুদ বলেন, ‘আটক শাহীন শিকদার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। উপজেলা প্রশাসনের প্রতিনিধি বাদী হয়ে এজাহার দেবেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *