হাবিবুল আউয়ালকে তোলা হবে আদালতে, চাইবে রিমান্ড

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। এদিন তার রিমান্ড চাওয়া হবে।

এর আগে, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করেছিলেন হাবিবুল আউয়াল। এজন্য তাকে ধরতে বেগ পেতে হয়েছে।

জাতীয় নির্বাচনের ফল পরিবর্তনসহ প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে গেল ২২ জুন সাবেক তিন সিইসিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এ মামলায় গ্রেফতার আরেক সিইসি কেএম নুরুল হুদাকেও চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে। পার্যায়ক্রমে এজাহার ভুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *