হামাসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্য, দাবি ট্রাম্পের

Independent Television

গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স জানিয়েছে এ খবর। প্রতিবেদন বলছে, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে এসব দেশের সেনারা বিপুল সংখ্যক সেনা নিয়ে উপত্যকায় প্রবেশ করবে বলেও সতর্ক করেন ট্রাম্প।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন প্রত্যাশার চেয়েও ভালোভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মঙ্গলবার ইসরায়েল সফরে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইসরায়েলের কাছে আরও ২ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এ নিয়ে ২৮ জিম্মির মরদেহের মধ্যে ১৫টি ফেরত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *