হিমাচলে টানা বৃষ্টিতে ভূমিধস, ১১ জনের মৃত্যু

Bangla News


ফাইল ফটো

ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় টানা তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। প্রবল বর্ষণ ও একাধিক ক্লাউডবার্স্টের কারণে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার কবলে পড়ে রাজ্যটি।

ইতোমধ্যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অন্তত ৩৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে মান্ডি জেলার বিভিন্ন গ্রাম ও শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেসে গেছে ১৪টি সেতু, ১৪৮টি বসতবাড়ি ও বহু দোকান। এছাড়া বহু যানবাহন নদীতে ভেসে যায় এবং রাস্তা বন্ধ হয়ে পড়ে, ফলে বন্ধ হয়ে যায় যোগাযোগব্যবস্থা।


এখন পর্যন্ত ৩৩০-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। মান্ডির বিভিন্ন এলাকায় খোলা হয়েছে অন্তত পাঁচটি ত্রাণ শিবির, যেখানে ১৫৭ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। নিখোঁজদের খোঁজে চলছে অভিযান।


বুধবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুক্খু মান্ডির সায়াথি গ্রাম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যালোচনা করেন।  


আবহাওয়া বিভাগ হুঁশিয়ারি দিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের কাংড়া, মান্ডি, সিমলা, সোলান, সিরমৌর ও হামিরপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে সেখানে আরও আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।


স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং পর্যটকদের উঁচু পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।  


সূত্র: এনডিটিভি 


এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *