হিলিতে বোতলজাত সয়াবিন উধাও

RisingBD – Home


দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫  
আপডেট: ১২:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পলিথিনে খোলা সয়াবিন তেল বিক্রি করছেন হিলি বাজারের ব্যবসায়ীরা


পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই দিনাজপুরের হিলি বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। পরিস্থিতি এমন যে পাড়া-মহল্লার মুদি দোকানেও মিলছে না বোতলজাত তেল। ক্রেতারা বলছেন, খোলা তেলের দাম বেশি এবং ভেজাল হওয়াটা স্বাভাবিক।

ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি বোতলজাত তেল না দেওয়ায় খোলা তেল বাধ্য হয়ে বিক্রি করছেন তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল নেই। তবে, ছোট-বড় ড্রামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খোলা সয়াবিন তেল। এসব খোলা তেল পলিথিনের মাধ্যমে বিক্রি করছেন ব্যবসায়ীরা। খোলা তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৭৬ টাকা। এক লিটার বোতলজাত তেলের দাম ৭৩ থেকে ৭৫ টাকা। বোতলজাত তেল না পেয়ে খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। 

ড্রাম থেকে তুলে ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি করছেন দোকানদার  


হিলি মসলা বাজারে দুলাল হোসেন নামের একজন ক্রেতা বলেন, “গোটা বাজার ঘুরলাম, কোনো দোকানে বোতলজাত সয়াবিন তেল পেলাম না। বাধ্য হয়ে খোলা তেল কিনলাম। রমজান মাস আসছে, খাঁটি ভোজ্য তেলের দরকার। সব দোকানে খোলা তেল।”

মিজানুর রহমান নামের অপর ক্রেতা বলেন, “বেশি লাভের আশায় দোকানদারেরা বোতলের তেল ঢেলে খোলা হিসাবে বিক্রি করছেন। আমার মনে হয়, এসব তেলে ভেজাল মেশানো হচ্ছে। প্রশাসনের উচিত, এখন থেকে বাজার মনিটরিং শুরু করা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে।”

হিলি বাজারে মুদি ব্যবসায়ী অলক কুমার বলেন, “কোম্পানি থেকে আমাদের বোতল তেল দেওয়া হচ্ছে না। তারা খোলা তেল দিচ্ছে। আমরা ৭৬ টাকা লিটার হিসেবে খোলা তেল বিক্রি করছি। বোতলে তেল ৭৩ থেকে ৭৫ টাকা লিটার বিক্রি করেছি।”

ঢাকা/মোসলেম/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *