হুতিদের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ

Google Alert – সশস্ত্র

হুতিদের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ

প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:০০ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ১১:১১ পিএম  (ভিজিট : ৬৮)

মুহাম্মদ আহমেদ মিফতাহ। সংগৃহীত ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুর পর পদটির শূন্যতা পূরণে উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় চালানো ইসরায়েলি হামলায় রাহাভিসহ হুতিদের একাধিক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান। ইসরায়েল ও হুতিপক্ষ উভয়ই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদ গালেব আল-রাহাভি ২০২৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সামরিক অভিযানের পরিকল্পনাকারী হিসেবে তিনি মূল সিদ্ধান্ত গ্রহণকারী চক্রের অন্তর্ভুক্ত না হলেও হুতি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে বিবেচিত হতেন।

এদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর জবাবেই ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল বলে মনে করা হচ্ছে।

তবে হুতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়েমেনে এই হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন আরও জোরালোভাবেই অব্যাহত থাকবে।

এসকে/ 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *