হোম – খাগড়াছড়ির ঘটনায় ইন্ধন রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ সহিংসতায় গড়ানোর জন্য সেনাবাহিনীর মতো ইন্ধন খুঁজে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও।

তবে পার্থক্য হলো, সেনাবাহিনী দায়ী করেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফকে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করছেন, এর পেছনে রয়েছে হয় প্রতিবেশী দেশ ভারত, নয়ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।

খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর তার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই পাহাড়ি-বাঙালি উত্তেজনা চলছিল।

তারমধ্যেই রবিবার গুইমারা উপজেলায় সেনাবাহিনীর উপস্থিতিতে ব্যাপক সংঘর্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

সোমবার ঢাকার রমনায় পুরনো রমনা থানা কমপ্লেক্সে পাঁচটি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনের সময় সাংবাদিকরা তা নিয়ে প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে।

তিনি তখন বলেন, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বানচালের উদ্দেশ্যে খাগড়াছড়িতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

“একটা মহল তারা চাচ্ছে, এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসবমুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল চেষ্টা করতেছে। এই একটা মহলই কিন্তু খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে।”

খাগড়াছড়িতে অশান্তির পেছনে ভারত থেকে অস্ত্র ও অর্থ জোগান দেওয়া হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে আলোচনা চলছে।

এই বিষয়ে জানতে চাইলে সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে এইজন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন চলছে।

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের পর দিল্লিতে থেকে শেখ হাসিনার বক্তৃতা-বিবৃতি দেওয়া বন্ধ করার আহ্বান জানালেও ভারত সরকারের সাড়া পায়নি। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধেও গা করছে না দিল্লি।

স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ভারতের নাম উল্লেখ করলেও পরে নাম এড়িয়ে গিয়ে বলেন, “আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে। এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাহিরের দেশ থেকে আসছে, যেটা আপনি ভাই(সাংবাদিক) বললেন।

“আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নাম বলে দিছে। এটা প্রতিহত করতে হলে আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার হবে।”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এখন খাগড়াছড়িতে রয়েছেন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন বলে জানান জাহাঙ্গীর আলম।

এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে, বলেন তিনি।

গুইমারায় রবিবারের সংঘর্ষে তিন পাহাড়ির মৃত্যুর পর সেনাবাহিনীর পক্ষ েথকে এক বিবৃতিতে দাবি করা হয়, দাঙ্গা বাধিয়ে পার্বত্যাঞ্চলকে অস্থির করার একটি ষড়যন্ত্র করছে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ।

তাদের সেই বিবৃতিকে ‘অপরিপক্ব গল্প’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা, যিনি আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার হয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *