হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক শুরু

Google Alert – সেনাপ্রধান

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক শুরু

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১:৩৩ AM আপডেট: ১৯.০৮.২০২৫ ১:৩৮ এএম

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক শুরু হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জেলেনস্কি রোববার রাতেই ওয়াশিংটনে পৌঁছান এবং সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে হোয়াইট হাউসে পৌঁছান। তার সঙ্গে ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভও বৈঠকে অংশ নেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

উল্লেখ্য, বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন গত শুক্রবার একই ইস্যুতে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলাস্কার একটি সেনাঘাঁটিতে বৈঠক করেছেন। পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের সময় ওয়াশিংটনে উপস্থিত ছিলেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে স্থানীয় সময় বিকেল ৩টায় ট্রাম্প তাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

সূত্র: সিএনএন/বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *