১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম জং উন

Google Alert – সেনা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বীরত্বের নতুন সংজ্ঞা দেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতে রাশিয়ার পক্ষে লড়াই করা ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনাকে সম্মান জানাতে শুক্রবার (২২ আগস্ট) আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। কিম যুদ্ধফেরত সৈন্যদের পদক দেন, নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান এবং বেঁচে ফেরা সৈন্যদের আবেগভরে আলিঙ্গন করেন- যেখানে একবারে ইতিহাস, বীরত্ব ও রাজনীতির মিশ্রণ ফুটে ওঠে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম পিয়ংইয়ংয়ের ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিহত সৈন্যদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান। এছাড়া যুদ্ধফেরত এক সেনাকে আবেগভরে আলিঙ্গন করেন। অনুষ্ঠানে পদক ও স্মারকও বিতরণ করা হয়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম যুদ্ধফেরত সেনাদের ‘বীর’ আখ্যা দিয়েছেন এবং বলেন, তারা ‘বিদেশের মাটিতে গুলি ও বোমার মুখে লড়ে সম্মানের সঙ্গে ফিরে এসেছে।’ কিছু কমান্ডারকে ‘ডিপিআরকে নায়ক’ উপাধিতেও ভূষিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন হয়েছিল ১০ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা। এতে প্রায় ৬০০ সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চিঠির মাধ্যমে এই সেনাদের বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার সঙ্গে এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়াকে উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *