১৫ কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে বৈঠক

Google Alert – ইউনূস

পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুসরণে সরকারি, বিদেশী বা বহুজাতিক কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে এক বৈঠক গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভায় ১৫টি কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে সরকারি মালিকানাধীন লাভজনক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি ও যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকেও পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে ১৫টি কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে। কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, সাইনোভিয়া (সাবেক স্যানোফি) , নোভার্টিস (বাংলাদেশ) , সিনজেন্টা (বাংলাদেশ) , নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, বি-আর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী গ্যাস কোম্পানি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *