২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়

Google Alert – সেনাবাহিনী

আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি যাবে বিমানবাহিনীর ঘরে।

এই হেলিকপ্টারগুলো দিন-রাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে অসামরিক সহায়তায় ব্যবহৃত হবে।

মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধ ও উচ্চ পারফরম্যান্সের অঞ্চল যেমন লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজে আসছে না।

শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করেছেএই প্রাথমিক তথ্য সংগ্রহের ধাপ আগামী ২২ অগাস্টের মধ্যে শেষ করা হবে এবং তারপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্রআলোচনার কাজ শুরু হবে। 

প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করছিল মন্ত্রণালয়তবে এখন ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি LUH-বিবেচনায় নিয়েছেবিশেষ করেমেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তরের দিক মাথায় রেখে এই সিদ্ধন্ত নিয়েছে কর্তৃপক্ষ

এক্ষেত্রে কেবল বাজারজাতকরণচালু করার সময়সীমা চূড়ান্ত হওয়া বাকি

সরকারি সূত্র বলছে, ধাপে ধাপে ইন্ডাকশন শুরু হতে পারে এবং পুরো পরিবর্তন সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে

সংক্ষেপে বলা যাচ্ছে, পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনাবাহিনীবিমানবাহিনী এখন দ্রুতগতির আধুনিক, বহুমুখী হেলিকপ্টার পাচ্ছেযা সীমান্তে অভিযানেউদ্ধারকাজে বড় ভূমিকা রাখবে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *