Google Alert – সেনা
২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক মামলায় আসামিদের খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ১৩ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ নতুন শুনানির দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে, আসামিপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির। এছাড়া বিএনপিপন্থী বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই এই আপিলের শুনানি শুরু হয়। সেদিন শুনানির পর ২৪ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করা হলেও শুনানি হয়নি। এরপর তা ৩১ জুলাইয়ের কার্যতালিকায় উঠে আসে।