২৪ ঘণ্টায় গাজায় নিহত আরো ৭০ ফিলিস্তিনি

RisingBD – Home


আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৩ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১০:১৬, ৩ জানুয়ারি ২০২৫

দক্ষিণ ইসরায়েল থেকে দেখা যাচ্ছে গাজা শহরের ধ্বংসপ্রাপ্ত অংশ। ছবি: আল-জাজিরা


ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আরো ৭০ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

এদিকে, হামলার ঘটনায় তাবুতে অবস্থানরত হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর প্রধান এবং তার ডেপুটি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৩৪বার বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, নিহত ডেপুটি দক্ষিণ গাজায় ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন।

গাজার আল-মাওয়াসি জেলায় হামলা চালায় ইসরায়েল। এটি মানবিক অঞ্চল হিসাবে মনোনীত ছিল।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, গাজা উপতক্যায় এখন পর্যন্ত নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি।

ঢাকা/নাসিম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *