প্রথম আলো
টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, ‘প্রিয় বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের মধ্যে ২০২৫ সাল শুরু হয়ে যাবে। ২১ শতকের প্রথম এক–চতুর্থাংশ শেষ হচ্ছে। হ্যাঁ, এখনো আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা এরই মধ্যে যা করে ফেলেছি, সেটি নিয়ে আমরা গর্বিত হতেই পারি।’
তিনি রাশিয়ার সেনাসদস্যদের প্রশংসাও করেছেন। তিনি বলেন, ‘নতুন বছর আগমনের দ্বারপ্রান্তে, আমাদের যোদ্ধারা ও কমান্ডাররা তাঁদের স্বজন ও বন্ধুদের, রাশিয়ার লাখ লাখ মানুষের শুভাশীষ ও ভাবনায় আছেন। এখন, একটি নতুন বছর শুরুর ঠিক আগমুহূর্তে, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমরা নিশ্চিত যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে।’