Google Alert – সামরিক
ডেস্ক এডিটর
এজেড নিউজ বিডি, ঢাকা
২৭ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটেছে উল্লেখযোগ্য রাজনৈতিক, সামরিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঘটনা। নিচে ২৭ সেপ্টেম্বরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো:
১. নর্মান বিজয় শুরু (১০৬৬)

১০৬৬ সালের ২৭ সেপ্টেম্বর, উইলিয়াম দ্য কনকারর তার বাহিনী নিয়ে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে পাড়ি জমিয়েছিলেন, যা ইতিহাসে নর্মান কনকোয়েস্ট হিসেবে পরিচিত। এই অভিযান ইংল্যান্ডের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
২. জেসুইট আদেশ প্রতিষ্ঠা (১৫৪০)
১৫৪০ সালের ২৭ সেপ্টেম্বর, পোপ পল তৃতীয় জেসুইট আদেশ প্রতিষ্ঠা করেন। এই আদেশ ক্যাথলিক ধর্ম প্রচার, শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
৩. রোসেটা স্টোনের ভাষা উন্মোচন (১৮২২)
১৮২২ সালের ২৭ সেপ্টেম্বর, ফরাসি পণ্ডিত জঁ-ফ্রাঁসোয়া শ্যাম্পোলিয়ন রোসেটা স্টোনের ভাষা উন্মোচন করেন, যা প্রাচীন মিশরের হায়ারোগ্লিফিক লেখার রহস্য উন্মোচনে সহায়ক হয়।
৪. মেক্সিকোর স্বাধীনতা অর্জন (১৮২১)
১৮২১ সালের ২৭ সেপ্টেম্বর, মেক্সিকান বিপ্লবী নেতা আগুস্তিন দে ইতুরবিদে মেক্সিকো সিটিতে প্রবেশ করেন, যা মেক্সিকোর স্বাধীনতার সূচনা করে।
৫. ইতালির সাথে ত্রিপারটাইট চুক্তি (১৯৪০)
১৯৪০ সালের ২৭ সেপ্টেম্বর, জার্মানি, ইতালি ও জাপান ত্রিপারটাইট চুক্তি স্বাক্ষর করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির জোট গঠনের সূচনা করে।
৬. টালিবানের কাবুল দখল (১৯৯৬)
১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর, তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে, প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির সরকারকে উৎখাত করে এবং সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহকে হত্যা করে।
৭. তুর্কমেনিস্তানের স্বাধীনতা দিবস (১৯৯১)
১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বর, তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে, যা প্রতি বছর দেশটিতে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়।
এই দিনটি ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিবর্তনের সাক্ষী। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এসব ঘটনা আমাদের বর্তমান ও ভবিষ্যতের পথপ্রদর্শক।
এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।