২৮ বছরেও পার্বত্য চুক্তি এ রাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি |

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ‘ভূমি থেকে উচ্ছেদ, নারীনিপীড়ন, বৈষম্য, বিচারহীনতাসহ নানান কারণে প্রান্তিক থেকে আরও প্রান্তিক হচ্ছে আদিবাসী জনগণ। সাম্প্রতিক ছাত্র-জনতার নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রমেও আদিবাসী নেতৃত্বের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করেনি।’


গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি।


শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত সন্তু লারমার লিখিত বক্তব্য পাঠ করেন পল্লক চাকমা।


লিখিত বক্তব্যে সন্তু লারমার দাবি, ‘পাহাড় ও সমতলের আদিবাসীরা এখনো হুমকির মধ্যে জীবনযাপন করছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে তারা ক্রমে ভূমিহীন ও দেশান্তরি হচ্ছে। পাহাড়ের আদিবাসীদের সমস্যা সমাধানে সম্পাদিত পার্বত্য চুক্তি দীর্ঘ ২৮ বছরেও এ রাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি। বরং নতুন নতুন সমস্যা-সংকটের সৃষ্টি হচ্ছে। আর সমতলের আদিবাসীদের অবস্থা আরও নাজুক। এ অবস্থায় আত্মনিয়ন্ত্রণের লড়াই জোরদার এবং গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রগতিশীল আদর্শের কোনো বিকল্প নেই।’


আদিবাসীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকাস্থ জুম্ম জনগোষ্ঠীর প্রতিনিধি ড. অজয় চাকমা, মানবাধিকারকর্মী খুশী কবির, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *