Google Alert – সেনাবাহিনী
২ কোটি টাকার ওষুধসহ সরঞ্জামাদি জব্দ
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৪৭ এএম (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি
নাটোরে দুটি নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা ও একটি নকল কসমেটিকস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর ও সেনাবাহিনী। এ সময় সেখানে প্রায় ২ কোটি টাকা মূল্যের নকল ভেজাল ওষুধ ধ্বংস করা হয় এবং ওষুধ তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নাটোর সেনা ক্যাম্প ও এনএসআই কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে, মোবারক স্টোরের শরিফুল ইসলাম, খোলাবাড়ীয়া মধ্যপাড়া, নাটোর ভেষজ মার্টের রাজু-সাব্বির, সজল-সেলিম এবং টনটনিয়াপাড়ার নাটোর ভেষজ বাড়িতে অভিযান চালায়। তারা কোনো ধরনের অনুমোদন ছাড়া নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা ও নকল কসমেটিকস তৈরির কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
ওই দিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালনা করে ঔষধ প্রশাসন অধিদফতর ও সেনাবাহিনী। শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ঔষধ প্রশাসন কর্তৃক এতে প্রায় ৫৫ লাখ টাকার নকল ভেজাল ওষুধ ধ্বংস করা হয় এবং সেই সঙ্গে প্রায় ১৪ লাখ টাকার ওষুধ তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস তৈরির মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, অন্যান্য মালামাল ধ্বংস ও জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব অননুমোদিত ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বাজারে ভেষজ নামধারী এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন সময় বাজারে নতুন মোড়কে অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর এসব ওষুধ জীবনে হুমকি হয়ে দাঁড়ায়। এসব অসামাজিক এবং অনৈতিক কাজ থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় অভিযুক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সেনাবাহিনী এবং ঔষধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এসব ভেজাল ওষুধ ক্রয় এবং সেবন থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। আরও জানানো হয় এমন কার্যকলাপের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএইচ