চ্যানেল আই অনলাইন
ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, গত কয়েক মৌসুমে সেটা অনেকবার দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের চ্যালেঞ্জটি বেশ কঠিন। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে প্রথম লেগে ৩-০তে হারের পর ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে পারবেন কিতা তা নিয়ে চলছে আলোচনা। দলটির কোচ কার্লো আনচেলত্তি আশা ছাড়ছেন না। ঘুরে দাঁড়াতে সম্ভাব্য যা যা করতে হয়, সবই করবেন ঘরের মাঠে ফিরতি লেগে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর রাত উপহার দেয়ার অনেক ইতিহাস আছে রিয়ালের। ইতালিয়ান কোচ স্বীকার করছেন, রিয়ালের সেমিফাইনালে ওঠার পথটা এখন অনেক কঠিন। আর্সেনালকেও স্মরণ করিয়ে দিয়েছেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি।
৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘এমন হার মেনে নেয়া কঠিন অবশ্যই। এমনকিছু আমরা আশা করিনি। তবে সেট-পিস থেকে ২-০ হয়ে যাওয়ার পর, আমরা ভেঙে পড়ি। ম্যাচটা খুব বাজেভাবে শেষ করেছি আমরা। এই দল এমনিতে জবাব দেয়, তবে আজকে শেষ ৩০ মিনিট ছিল খুবই বাজে। আত্ম-সমালোচনা করতে হবে আমাদের এবং ঘুরে দাঁড়াতে সম্ভাব্য সবকিছুই করব।’
ইতিহাস বলছে টুর্নামেন্টের নাম যখন ইউরোপিয়ান কাপ, তখন এমন একটি নজির গড়েছিল রিয়াল। ১৯৭৫-৭৬ মৌসুমে প্রথম লেগে ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলের হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৫-১ ব্যবধানে জিতেছিল তারা। প্রায় ৫০ বছর আগের স্মৃতি থেকে প্রেরণা পাওয়াটাও কঠিন। কিন্তু এমন অনেককিছুই গত কয়েক মৌসুমে রিয়াল করেছে, যা অবিশ্বাস্য। বিশেষ করে, নিজেদের মাঠে। আনচেলত্তিও সেই বিশ্বাসটা রাখছেন।