‘৩-০ থেকে শুধু রিয়ালই ঘুরে দাঁড়াতে পারে’

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫ ১৫:১০

আর্সেনালের মাঠে বিধ্বস্ত রিয়াল

ঘুরে দাঁড়ানো আছে তাদের ‘ডিএনএ’তেই। চ্যাম্পিয়নস লিগে রূপকথার গল্প রচনা করে বহুবার খাদের কিনারা থেকে ফেরত এসেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমন হারের পরেও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, তিন গোলে পিছিয়ে থেকেও যদি কোনো ক্লাব ঘুরে দাঁড়াতে পারে, সেটা শুধুই রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধে লড়াইটা সমানে সমান হলেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলেছে রিয়াল। রাইসের দুর্দান্ত দুই ফ্রি কিকে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। সেমিতে যেতে হলে বার্নাব্যুর দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে রিয়ালকে।

এমন খাদের কিনারা থেকে রিয়াল এর আগেও বহুবার ঘুরে দাঁড়িয়েছে। আনচেলত্তি তাই এবারও আশা ছাড়ছেন না, ‘লড়াইটা খুবই কঠিন। তবে পৃথিবীর কোনো দল যদি ৩-০ ব্যবধানের হার থেকে ঘুরে দাঁড়াতে পারে, সেটা শুধুই রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে আমরা সমর্থকদের সঙ্গী করেই খেলতে নামব।’

সান্তিয়াগো বার্নাব্যুতে আরেকটি রূপকথার গল্প লিখতে চান আনচেলত্তি, ‘বার্নব্যুতে অনেক কিছুই হতে পারে। অনেকেই এই ম্যাচের পর ভাবতে পারেন আমাদের আর সুযোগ নেই। কেউ কিন্তু ধারণা করেননি আর্সেনাল সেট পিস থেকে দুটি গোল করবে। ফুটবলে এরকম হয়। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা আগেও এটা করেছি। আরও একবার করতে হবে।’

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এমন বড় হার আগে কখনোই দেখেনি রিয়াল। ১৯৭৫-৭৬ মৌসুমে অবশ্য ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলের বিশাল হারের পর বার্নাব্যুর ফিরতি লেগে ৫-১ ব্যবধানে জিতেছিল রিয়াল।

আনচেলত্তি বলছেন, প্রথম লেগে ভুল থেকে শিক্ষা নিয়েই দ্বিতীয় লেগে মাঠে নামতে হবে তাদের, ‘এমন হার মেনে নেওয়া খুব কঠিন। বিশেষ করে সেট পিস থেকে দুই গোল হজম করা। শেষ ৩০ মিনিট আমরা খুব বাজে খেলেছি। ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে।’

আগামী ১৭ এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল-আর্সেনাল।

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি
চ্যাম্পিয়নস লিগ
রিয়াল মাদ্রিদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *