Google Alert – সেনাবাহিনী
স্বর্ণ পদক অর্জন করেছেন বিজিবি’র সিপাহী দুর্জয় হাজং
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী দুর্জয় হাজং ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছেন এবং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বিজিবি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪১তম পুরুষ সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স; এই ৫টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।
আজকালের খবর/ওআর