Google Alert – বাংলাদেশ
৪ কোটি ৭৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
১২১ দশমিক ৭০ টাকা থেকে ১২১ দশমিক ৭৫ টাকা দরে আট বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আরও চার কোটি ৭৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণেই রিজার্ভ থেকে বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক গত ১৩ জুলাই ১৮টি ব্যাংকের কাছ থেকে ১২১ দশমিক ৫০ টাকা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ দশমিক ৯৫ টাকা দরে ১ কোটি ডলার, ৭ আগস্ট ১২১ দশমিক ৩৫ থেকে ১২১ দশমিক ৫০ টাকা দরে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ১১টি ব্যাংকের কাছ থেকে ১২১ দশমিক ৪৭ থেকে ১২১ দশমিক ৫০ টাকা দরে মোট ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছিল।