৫জি পরিষেবা চালু করার আহ্বান প্রধান উপদেষ্টার

Google Alert – প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা আজিয়াটাকে বাংলাদেশে ৫জি পরিষেবা চালু করার ও দেশের ডেটা সেন্টারগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ায় আজিয়াটার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য ও ডিজিটাল অর্থনীতিতে আগ্রহী বৈশ্বিক সংস্থাগুলোর বিনিয়োগ আকর্ষণের জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার শীর্ষ টেলিকম অপারেটরদের জন্য একটি ‘ব্যবসা-বান্ধব পরিবেশ’ তৈরি করতে লাইসেন্সিং ব্যবস্থাকে সহজ করছে।

সেলুলার অপারেটর রবির মূল সংস্থা আজিয়াটার গ্রুপ সিইও বিবেক সুদ জানান, তাদের কোম্পানি বাংলাদেশে ৫জি পরীক্ষা চালিয়েছে। তবে, সম্পূর্ণ ৫জি স্থাপনের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ জরুরি। তিনি বলেন, আজিয়াটা বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগের অংশীদারিত্বেও আগ্রহী।

তবে, আজিয়াটার গ্রুপ সিইও ৫জি পরিষেবাতে বিনিয়োগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে ব্যয়বহুল স্পেকট্রাম ফি ও খণ্ডিত লাইসেন্সিং ব্যবস্থা, যা বিদেশি অপারেটরদের বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

আজিয়াটার প্রতিনিধি দলে ছিলেন গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিদজা রিদজুয়ান। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *