Independent Television
গল্পে দেখা যাবে, বরিশালের উদ্দেশে ঈদের আগের রাতে শেষ লঞ্চটি ছেড়ে যায় ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতি জ্ঞানী মনে করলেও মূলত সে একজন সহজ-সরল মানুষ। ঈদের আগের রাত এবং শেষ লঞ্চ হওয়ায় এতে তিল ধারণের জায়গা নেই। সেই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন এবং তার ছোট বোন। লঞ্চে নানা অব্যবস্থাপনা দেখে আইরিনের সাথে সুপারভাইজার দেলোয়ারের মনোমালিন্য হয়। আইরিন দেলোয়ারকে দেখে নেওয়ারও… বিস্তারিত