৫২ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: আমীর খসরু

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ এ আলোচনা সভা আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘যদি কেউ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এটা কী সত্য? আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন ৫২টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সুতরাং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে? আমরা একটা নির্বাচিত সরকার দেখতে চাই, নির্বাচিত বিরোধী দল দেখতে চাই, নির্বাচিত সংসদ দেখতে চাই।’

প্রধান উপদেষ্টার বক্তব্য জাতি বিভ্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘হাতেগোনা কয়েকটি দল নির্বাচন চায় না। এরা কোনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নাই। ওয়ান ইলেভেনের সময়ও এমন কিংস পার্টি হয়েছিল। কথাগুলো বলতে চাই না এই কারণে… এসব বললে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। জিয়াউর রহমান বিভক্তির রাজনীতি চাননি, তারেক রহমানও ঐক্যবদ্ধ রাজনীতি চান।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে- তারা নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে কেন বিলম্ব হচ্ছে। আমরা ডিসেম্বরের আগেই নির্বাচন চাই। ১৯৭১ সালে ভোটাধিকারের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। তাহলে এখন কেন নির্বাচন নিয়ে সময় নষ্ট করা হচ্ছে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, মহাসচিব ড. মো. এমতাজ হোসেন, মাহফুজুল রহমান ফরহাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফসহ আরও অনেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *