Bangla Tribune
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নেইমারের আগমনটা একরকম নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার ৬ মাসের চুক্তিতে শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন তিনি।
নেইমারের ক্যারিয়ারের শুরুটা এই ক্লাবেই। তাকে বরণ করে সান্তোসের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো বোনাভাইডস স্পোর্ট টিভিকে বলেছেন, ‘প্রাথমিকভাবে চুক্তিটা ৬ মাসের। তবে নেইমার যেন আমাদের সঙ্গেই থাকে সেজন্য সব কিছু করবো আমরা। আমাদের আশা থাকবে সে যেন অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত থাকে।’
নেইমারকে বরণ করতে শুক্রবার ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নিয়ে হয়েছে কনসার্টও।
৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।
সান্তোসে ফিরলেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্তর থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।