৭ গোলের রোমাঞ্চে ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টারে আল-হিলাল

চ্যানেল আই অনলাইন

রাতের ম্যাচে ব্রাজিলীয় ক্লাবের কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। সকালের ম্যাচে আরও এক চমক এলো সৌদি আরবের ক্লাব আল-হিলাল হয়ে। দুর্দান্ত লড়াইয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।

অরল্যান্ডোতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে পেপ গার্দিওলার দলকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি ক্লাবটি। শুক্রবার রাত ১টায় কোয়ার্টারে ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টের ঠিক আগে দায়িত্ব পাওয়া সিমন ইনজাঘির কোচিংয়ে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিয়েছিল আল-হিলাল। শেষ ষোলোর লড়াইয়েও তারা চমক উপহার দিল।

ম্যাচের শুরুটা অবশ্য সিটির পক্ষেই ছিল। নবম মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। লিড নেয়ার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের কাছে রাখে সিটি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারত। আল-হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনো বাধা হয়ে দাঁড়ানোয় একাধিকবার গোলবঞ্চিত হতে হয় সিটিকে। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

বিরতির পর সিটিকে প্রথম ধাক্কা দেয় আল-হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল। ছয় মিনিট পর সিটিকে স্তব্ধ করে ব্যবধান ২-১ করেন ম্যালকম। যদিও এই লিড তিন মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। আর্লিং হালান্ডের গোলে সমতা ফেরায় সিটি। এরপর আক্রমণ প্রতি-আক্রমণে কেউই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ৩-২তে লিড নেয় আল-হিলাল। ১০৪ মিনিটে সিটি আবার ম্যাচে ফেরে ফিল ফোডেনের গোলে। ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল-হিলালের হয়ে চতুর্থ গোলটি করে ফের এগিয়ে দেন হিলালকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *