প্রথম আলো
পর্বতারোহী কার্লোস সোরিয়ার জন্ম ১৯৩৯ সালের ৫ ফেব্রুয়ারি স্পেনের আভিলা শহরে। ১৪ বছর বয়সেই পর্বতারোহণে আগ্রহী হয়ে ওঠেন। ২০ বছর বয়সে তিনি আল্পস পর্বতমালায় আরোহণ শুরু করেন। ১৯৬৮ সালে স্প্যানিশ অভিযাত্রী দলের সদস্য হয়ে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বত এলব্রুসের শীর্ষে পৌঁছান। সত্তরের দশকের শুরুতে আসেন হিমালয় অভিযানে। এখন পর্যন্ত সোরিয়া বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের মধ্যে ১২টিতে আরোহণ করেছেন। এর মধ্যে ৬০ বছর বয়সের পরই করেছেন মাউন্ট এভারেস্টসহ ১০টি পর্বতের শীর্ষ জয়। আর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে আরোহণ করেছেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কে-টু (৬৫ বছর বয়সে), বিশ্বের দ্বাদশ উঁচু পর্বত ব্রড পিক (৬৮ বছরে), পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু (৬৯ বছরে), একাদশ উচ্চতম শৃঙ্গ গাশারব্রুম-১ (৭০ বছরে), তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৭৫ বছরে), দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা (৭৭ বছরে) এবং দ্বিতীয়বারের মতো অষ্টম উচ্চতম পর্বত মানাসলু (৮৬ বছরে)।