৯ কোটি টাকার সরকারি অনুদান পেল ৩২ চলচ্চিত্র

RisingBD – Home

২০২৪–২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্র নির্মাণে মোট ৯ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্যে চলচ্চিত্র ১২টি, স্বল্পদৈর্ঘ্য ২০টি। 

মঙ্গলবার (১ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্রকে ৭৫ লাখ টাকা করে এবং স্বল্পদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্রকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র:

শিশুতোষ বিভাগে: রবিনহুডের আশ্চর্য অভিযান (প্রযোজক: জগন্ময় পাল)

প্রামাণ্যচিত্র বিভাগে: মায়ের ডাক (প্রযোজক: লাবিব নামজুছ ছাকিব)

রাজনৈতিক ইতিহাস ভিত্তিক: জুলাই (পরিচালক: মাহমুদুল ইসলাম)

সাংস্কৃতিক ইতিহাস ভিত্তিক: রুহের কাফেলা (প্রযোজক: হাসান আহম্মেদ সানি)

সাধারণ বিভাগে:

পরোটার স্বাদ (প্রযোজক: সিংখানু মারমা)

খোঁয়ারি (প্রযোজক: সৈয়দ সালেহ আহমেদ সোবহান)

জীবন অপেরা (প্রযোজক: এম আলভী আহমেদ)

জলযুদ্ধ (প্রযোজক: গোলাম সোহরাব দোদুল)

কবির মুখ: The Time Keeper (প্রযোজক: মুশফিকুর রহমান)

কফিনের ডানা (প্রযোজক: আনুশেহ আনাদিল)

নওয়াব ফুজুন্নেসা (প্রযোজক: মোছা. সাহিবা মাহবুব)

জুঁই (প্রযোজক: সুজন মাহমুদ)

অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:

শিশুতোষ বিভাগে: মন্দ-ভালো (প্রযোজক: মাহবুব আলম)

প্রামাণ্যচিত্র বিভাগে:

ফেলানী (প্রযোজক: সাব্বির)

ঝুঁকির মাত্রা (প্রযোজক: তাফজিরা রহমান সামিয়া)

জীবনের গান (প্রযোজক: জাহিদ হাসান)

রাজনৈতিক ইতিহাস ভিত্তিক:

হু হ্যাজ মেইড আস ফ্লাই (প্রযোজক: অভীক চন্দ্র তালুকদার)

ভরা বাদর (প্রযোজক: মোহাম্মদ সাইদুল আলম খান)

১২৩০ (প্রযোজক: সালমান নূর)

সাংস্কৃতিক ইতিহাস ভিত্তিক: বৃন্দারাণীর আঙুল (প্রযোজক: শুভাশিস সিনহা)

সাধারণ বিভাগে:

একটি সিনেমার জন্য (প্রযোজক: সাদমান শাহরিয়ার)

দাফন (প্রযোজক: মো. সাইদুল ইসলাম)

সাতীর (প্রযোজক: মো. ইফতেখার জাহান নয়ন)

মাংস কম (প্রযোজক: নোশিন নাওয়ার)

গগন (প্রযোজক: সুমন আনোয়ার)

অতিথি (প্রযোজক: মো. আবিদ মল্লিক)

বোবা (প্রযোজক: সালজার রহমান)

অদ্বৈত (প্রযোজক: সাদিয়া খালিদ)

আশার আলো (প্রযোজক: মো. আরিফুর রহমান)

গর্জনপুরের বাঘা (প্রযোজক: মো. মনিরুজ্জামান)

চলচ্চিত্র নির্মাণে গুণগত মান ও সৃজনশীলতা বাড়াতে প্রতি বছরই এই অনুদান দিয়ে থাকে সরকার। নতুন প্রজন্মের নির্মাতাদের উৎসাহিত করতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই ধারণা সরকারের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *