Google Alert – সেনা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষজনকে বিতাড়িত করা ও অপরাধ সামাল দেওয়ার অভিযানে সেখানে ৮৮০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা এবং ওয়াশিংটন পুলিশও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের একথা জানিয়েছেন। এ সম্পর্কিত নির্বাহী আদেশও এরই মধ্যে দিয়েছেন তিনি। ট্রাম্পের সই করা সেই আদেশের বিস্তারিত সদ্যই প্রকাশ করেছে হোয়াইট হাউজ।
ট্রাম্পের নির্দেশনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন হচ্ছে আসছে সপ্তাহেই।
তিনি আরও জানান, তারা ওয়াশিংটনে অন্যান্য বিশেষায়িত ন্যাশনাল গার্ড ইউনিট মোতায়েন করতেও প্রস্তুত। তিনি সর্বশেষ লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের কথাও উল্লেখ করেন।
২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গা-হাঙ্গামার পর থেকে ওয়াশিংটন ডিসিতে এ পর্যন্ত ন্যাশনাল গার্ড মোতায়েন হয়নি।
ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যের ক্ষেত্রে সাধারণত গভর্নররা সিদ্ধান্ত নেন কখন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবেন। কিন্তু ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকে।
ট্রাম্প এবার রাজধানী সহিংস ও রক্তপিপাসু অপরাধ চক্রের আখড়া হয়ে উঠেছে- এই যুক্তিতে সেখানে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করতে চলেছেন। যদিও ওয়াশিংটনের মেয়র দাবি করেছেন, বর্তমানে সেখানে অপরাধ বৃদ্ধির কোনো রেকর্ড নেই।
তবে ট্রাম্প তার নির্বাহী আদেশে বলেছেন, “রাজধানীতে বাড়তে থাকা সহিংসতা এখন সরকারি কর্মচারি, সাধারণ নাগরিক, পর্যটকদের গুরুতরভাবে বিপন্ন করে তুলেছে। সেখানে নিরাপদ পরিবহন ব্যাহত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার ঠিকমত কাজ করতে পারছে না।”
জরুরি পরিস্থিতির কারণে ডিসি’র পুলিশকেও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয়েছে আদেশে।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এর আগে ট্রাম্প লিখেছিলেন, “গৃহহীনদের সরে যেতে হবে, অবিলম্বে। আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।
“অপরাধীরা, আপনাদের সরে যেতে হবে না। যেখানে আছেন আপনাদের সেখানেই কারাগারে রাখব আমরা।”