পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে কী বলল ভারত

Google Alert – সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে কী বলল ভারত

প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। ফ্লোরিডায় এক নৈশভোজে তার দেওয়া মন্তব্যের প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার প্রতিক্রিয়া জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বরাতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য আমাদের নজরে এসেছে এবং আমরা এটি দায়িত্বজ্ঞানহীন মনে করছি।’

বিবৃতিতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়াকে ‘চিরচেনা কৌশল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতাকে নিজেদের মূল্যায়ন করবে বলেও জানানো হয়েছে। 

বলা হয়েছে, ‘যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত, সেখানে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে।’

এছাড়া, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের মাটিতে (যুক্তরাষ্ট্র) এমন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করা হয়েছে।

ভারত ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে।

অপরদিকে, ভারতের বিরোধী দল কংগ্রেসও পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবাক হচ্ছি যে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *