ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? প্রশাসন কী করছে?

Google Alert – পার্বত্য অঞ্চল

ছবির উৎস, MAHBUBUR RAHMAN RIPON

ছবির ক্যাপশান, ভোলাগঞ্জের বিজিবি ক্যাম্পের কাছে এখনও এমন সাদা পাথর রয়েছে কিন্তু ধলাই নদের জিরো পয়েন্টে পাথর লুটের ফলে নিশ্চিহ্ন হয়ে গেছে।

” এখানকার ভয়াবহ অবস্থা, আজকে হয়তো লুটপাট নেই। কিন্তু পাথর যা নিয়ে গেছে তাতে এ পর্যটন স্পট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথর বলতে কিছু নেই এখানে এখন আর ” সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নামক পর্যটন স্পটে দাঁড়িয়েই এ কথাগুলো বলছিলেন সেখানকার স্থানীয় একজন সাংবাদিক মাহবুবুর রহমান রিপন।

মঙ্গলবার সকালে সাদা পাথরের ওই স্থানে গিয়ে তিনি সরেজমিনে পরিস্থিতি দেখছিলেন।

তিনি জানান, আগের সাথে তুলনা করতে গেলে এখন ভোলাগঞ্জে সাদা পাথর নেই বললেই চলে।

মাহবুবুর রহমান বলছেন, “আগের সাথে তুলনা করলে বলা যায় প্রায় ৭৫ শতাংশ পাথর এখান থেকে তুলে নিয়ে গেছে। ২৫ শতাংশ পাথর এখন এখানে আছে, যেটা বিজিবির ক্যাম্পের সাথে লাগোয়া স্থানে আছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *