Google Alert – পার্বত্য চট্টগ্রাম
বান্দরবান সদর উপজেলার ৬নং ওয়ার্ড বনরুপা পাড়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও মাটি পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) সকালে পৌর এলাকায় অবৈধ মাটি ও বালি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে সদর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধান অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাটি ও বালি বহনকারী ট্রাক পৌর এলাকার অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে পরিবহন না করার বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মাটি ও বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বান্দরবান জেলার সব উপজেলায় অবৈধ পাহাড় কর্তন ও বালি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।