১৫ নয়, ১৬ আগস্ট মাকড়াই দিবস পালন করবেন কাদের

Bangla News


বঙ্গবীর কাদের সিদ্দিকী

এবার আর ১৫ আগস্ট কোনো কর্মসূচি নয় তবে ১৬ আগস্ট ঘাটাইলে ‘বড় করে’ মাকড়াই দিবস পালন করবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।


মঙ্গলবার (১২ আগস্ট) কর্মসূচি নিশ্চিত করে কাদের সিদ্দিকী বাংলানিউজকে বলেন, আমরা ঐতিহাসিক মাকড়াই দিবস বড় করে আয়োজন করার উদ্যোগ নিয়েছি।

 

উল্লেখ্য- ১৯৭১ সালের ১৬ আগস্ট পাকিস্তানি সৈন্যদের সঙ্গে ঘাটাইলের মাকড়াই অঞ্চলে সম্মুখ যুদ্ধে আহত হয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এরপর থেকে দিনটিকে মাকড়াই দিবস হিসেবে পালন করে কাদেরিয়া বাহিনী ও কৃষক শ্রমিক জনতা লীগ।


কাদেরিয়া বাহিনীর সূত্র জানায়, এবার মাকড়াই দিবস কাদের সিদ্দিকী ভিন্নভাবে পালনের উদ্যোগ নিয়েছেন। কাদেরিয়া বাহিনীর জীবিত মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন এই মুক্তিযোদ্ধা। এরপরের বছর ২০০০ সালের ১৬ আগস্ট এই মাকড়াই থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ডাক দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।


আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *