রাঙামাটিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমান সিগারেট জব্দ

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার ১৮ মাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ১ লাখ ৩৭ হাজার ৮শ শলাকা ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আসিফুর রহমানের নেতৃত্বে ১৮ মাইল বাজার এলাকায় একটি বি-টাইপ টহল দলসহ পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়।

বুধবার রাত ২টায় পরিচালিত অভিযানে একটি ট্রাকের মূল বডির নীচ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৮৭ হাজার টাকা। পরে এগুলো নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে মাদক ব্যবসায়ী ও আঞ্চলিক সন্ত্রাসী কার্যক্রম রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া, পার্বত্য অঞ্চলে শান্তি ও শৃংখলা বজায় রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রশাসনের মধ্যে প্রশংসিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *