মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে জাহাজ

Jamuna Television

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। ঘটনটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায়।

চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোর যাওয়ার পথে রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় নোঙর করে রাখে। তার পাশে জামান নামের আরেকটি জাহাজও নোঙর করা ছিল। ভোর সাড়ে ৪টায় তারা যশোরের উদ্দেশে রওয়ানা করলে মেঘনার তীব্র স্রোতে পাশের জাহাজের সাথে ধাক্কা খেয়ে বাম কাত হয়ে তাদের জাহাজটি মালামালসহ ডুবে যায়। এ সময় তাদের জাহাজে থাকা ৮ জন নাবিককে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের পক্ষ থেকে এখনও নৌ থানায় কোনো অভিযোগ আসেনি। তবে আমরা ঘটনার সেখানে গিয়েছি। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্ধার অভিযান চালাবে।

/এটিএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *