সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার: আইএসপিআর

Google Alert – BD Army

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সমাজমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

#সেনাপ্রধান #আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সমাজমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সমাজমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

আরও বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

এ অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

#সেনাপ্রধান #আইএসপিআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *