Google Alert – সেনাবাহিনী
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সীমান্তবর্তী সুনসং পাড়ায় ২৪০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের অধীনস্থ ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে এবং ১৬ ইস্ট বেঙ্গলের সুনসং পাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. মেসবাহ উদ্দিনের সহযোগিতায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে সুনসং পাড়া গির্জার ভেতরে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
চিকিৎসা কার্যক্রমে অংশ নেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল সরফরাজ হায়দার, মেজর রিফাত বিনতে আলম, মেজর লুবনা ইয়াসমিন, মেজর শাহরীন জাহান প্রধান এবং রুমা জোনের আরএমও ক্যাপ্টেন মো. সোহাগ মিয়া সজীবসহ সেনা সদস্যরা।
চিকিৎসা গ্রহণকারী রোগী ও স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
এছাড়া সেনাবাহিনী পার্বত্য এলাকায় সকল জাতি ও ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে এবং যেকোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ চালিয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।