২৪ ঘণ্টায় মামলা প্রত্যাহারের দাবি

Google Alert – পার্বত্য অঞ্চল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা নেতৃবৃন্দ বুধবার (১৪ আগস্ট) নেতাকর্মীদের নামে দায়ের হওয়া ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের জন্য পুলিশ ও দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই সতর্কবার্তা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির একজন নেতা তাদের তিন নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলা দায়ের করেছেন। এনসিপি নেতারা দাবি করেন, মামলা প্রমাণবিহীন ও মনগড়া এবং এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

এনসিপি নেতা শাহ নেওয়াজ লিখিত বক্তব্যে বলেন, ‘জুলাই বিপ্লবের সময় আমাদের দল শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন। আমরা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার জন্য বাদীর বাড়িতে হামলা চালানো হয়, যার মধ্যে মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *