বাঘাইহাটে বন্যার্ত ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

Google Alert – সেনাবাহিনী

নিউজ ডেস্ক

বন্যার্ত, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোন আজ বৃহস্পতিবার দুপুরে জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা। তিনি উপকারভোগীদের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় লে. কর্ণেল মাসুদ রানা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সবার উপরে দেশ—এ কথা মনে রেখে আমাদের দেশের কল্যাণে একসাথে কাজ করতে হবে।” তিনি আশ্বাস দেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকবলিত মানুষের সহায়তায় বাঘাইহাট সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।

বাঘাইহাটে বন্যার্ত ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ, ক্যাপ্টেন মো. তাজরিয়ান ইসলাম, সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *