Hill Voice on Facebook
অপহরণের পর মুক্তিপণ না পেয়ে আদিবাসী শিশুকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তার ৩
হিল ভয়েস, ১৩ আগস্ট ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত ৯ আগস্ট ২০২৫ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের বুরিকাঁঠাল ঠসারমোড় গ্রামের লিলিসা বেসরা (১ বছর ৬ মাস) নামে এক আদিবাসী মেয়েশিশুকে ৩ জন দুর্বৃত্ত কর্তৃক অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারার মৃত শ্যামল মার্ডীর ছেলে ইলিয়াজ মার্ডী, মৃত রাম মার্ডীর ছেলে জ্যাঠা মার্ডী ও তার ছেলে শিবলাল মার্ডী। এই ঘটনায় নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে উক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত ৯ আগস্ট ২০২৫, শনিবার সকালে হাতিমারা গ্রামে তার পরিবারের সঙ্গে তার বাবার খালাতো ভাই রাবনের বাসায় বিয়ের দাওয়াতে আসে লিলিসা। বিয়ে বাড়ি থেকে সেদিন বিকালে সুকৌশলে লিলিসা বেসরাকে অপহরণ করে পরিবারের কাছ থেকে ১১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এক পর্যায়ে, লিলিসা বেসরার পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারার কারণে অপহরণকারীরা লিলিসা বেসরাকে ধর্ষণ করে হত্যা করে। পরে হাতিমারা এলাকার চতরা বিলের পুকুর পাড়ের বাঁশবাগান ও ঝোপ ঝাড়ের ভিতরে লিলিসার লাশ লুকিয়ে রাখে।
ঘটনার ৩ দিন পরে (১১ আগস্ট ২০২৫) সোমবার সকালে রুপলাল মর্মু নামে এক যুবক বাঁশঝাড়ের মধ্যে লিলিসা বেসরার লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দিলে লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানার পুলিশ।
পরে উক্ত ঘটনার ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বর্তমানে কারাগারে পাঠানো হয়েছে।
https://hillvoice.net/bn/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87/
Hill Voice #indigenous #indigenouspeople
হিল ভয়েস, ১৩ আগস্ট ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত ৯ আগস্ট ২০২৫ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের বুরিকাঁঠ….
(Feed generated with FetchRSS)