প্যারোডি ভিডিও শেয়ার করে নির্বাচন কমিশনকে আবারও কটাক্ষ করলেন রাহুল গান্ধী

Jamuna Television

সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস সংসদ ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি নতুন প্যারোডি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি নির্মিত হয়েছে কিরণ রাও পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘লাাপাতা লেডিজ’-এর অনুপ্রেরণায়।

ভিডিওটি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ভোট চুরিকে চলচ্চিত্রের গল্পের সঙ্গে তুলনা করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভিডিওতে একজন লোক পুলিশ স্টেশনে এসে বলছেন অভিযোগ করবো। পুলিশ কনস্টেবল জিজ্ঞেস করেন, কি চুরি হয়েছে? স্বর্ণ, গহনা, টাকা? উত্তরে অভিযোগকারী বলেন, ভোট চুরি হয়েছে!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মূলত, এই ভিদেইও এটি ‘ভোট চুরি অভিযান’-এর অংশ হিসেবে প্রচার করা হয়েছে, যার মাধ্যমে রাহুল ও কংগ্রেস নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমত গঠনের চেষ্টা করছেন।

সম্প্রতি বিভিন্ন নির্বাচনে ইভিএম ও নির্বাচনী অনিয়ম নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছে।

রাহুল গান্ধীর এই প্রচারকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘জনতার সমর্থন আদায়ের কৌশল’ হিসেবেও দেখছেন। এই ভিডিও এবং ক্যাম্পেইন আসন্ন উপনির্বাচন বা ভবিষ্যতের রাজনৈতিক কৌশলের অংশ কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘ভোট চুরি’ ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তার আক্রমণ জোরদার করেছেন।

এই ভিডিওর সঙ্গে সঙ্গতি রেখে কংগ্রেস দল সাধারণ মানুষের উদ্দেশে ‘ভোট চোরি থেকে আজ়াদি’ অভিযানে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। ক্যাম্পেইনের মূল লক্ষ্য:

  • ভোটারদের সচেতন করা
  • ভোটাধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলা
  • নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা

রাহুল গান্ধী আরও ঘোষণা করেছেন, আগামীকাল সোমবার (১৭ আগস্ট) থেকে বিহারে শুরু হবে ‘ভোট চোরি থেকে আজ়াদি’। তিনি এই যাত্রাকে ঘোষণা করেছেন এক ‘সরাসরি লড়াই ভোট চুরির বিরুদ্ধে’।

মূলত, রাহুল গান্ধীর নতুন ভিডিও ও ভোট চুরি-বিরোধী ক্যাম্পেইন একটি রাজনৈতিক প্রতিবাদ—যা নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটাধিকারকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। বিহার থেকে শুরু হওয়া ‘ভোটার অধিকার যাত্রা’ আগামী দিনে কংগ্রেসের নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এআই

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *