দেশ রূপান্তর
রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসেরুল আলম অনিন্দ্যসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে সেনাবাহিনী কাঁদিরগঞ্জের ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার ঘিরে রেখে অভিযান চালায়।
সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি এয়ার গান, কার্টিজ, ম্যাগনেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া ১০টি সিমকার্ড, পাসপোর্ট, এনআইডি কার্ডসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে।
কোচিং সেন্টারটির পরিচালক মোন্তাসেরুল আলম অনিন্দ্য আগেও একাধিকবার গ্রেফতার হয়েছেন। হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি কর্মকাণ্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে তার পরিবার তাকে নির্দোষ দাবি করে আসছে।
সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানের সময় আটক অন্য দুইজন হলেন ফয়সাল ও রবিন। রবিনের মা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
কোচিং সেন্টারের নামে এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসী হতবাক। বিস্ফোরক দ্রব্য থাকার কারণে শনিবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে অভিযান চালায়। এ ছাড়া কোচিং সেন্টারের সামনের পুকুরে আরও অস্ত্র থাকতে পারে-এমন সন্দেহে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।