chtnews.com on Facebook
আজ ১৫ আগস্ট পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে একটি বিশেষ দিন। ১৯৪৭ সালের এই দিনে অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের রাজধানী রাঙ্গামাটিতে স্নেহ কুমার চাকমা (স্নেহবাবু)-এর নেতৃত্বে ব্রিটেনের ‘ইউনিয়ন জ্যাক’-এর পরিবর্তে ভারতীয় পতাকা উত্তোলিত হয়, যা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ আলোচিত অধ্যায় হয়ে রয়েছে। তৎকালীন ইংরেজ জেলা প্রশাসক কর্ণেল জি. এল. হাইড নিজেও উক্ত পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিয়ে পতাকায় স্যালুট করেন। পরে কর্ণেল হাইড নিজের দপ্তরেও আনুষ্ঠানিকভাবে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। অন্যদিকে বান্দরবান সদরে বোমাং রাজ পরিবারের উদ্যোগে বার্মার পতাকা উত্তোলিত হয়।…
#ইতিহাস #পার্বত্যচট্টগ্রাম #history
(Feed generated with FetchRSS)