Jamuna Television
স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:
কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়লেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
শনিবার (১৬ আগস্ট) রাত ১০ টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার কক্সবাজার ত্যাগ করে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন।

জেলা প্রশাসক জানান, শনিবার দুপুর থেকে সংস্কৃতি উপদেষ্টার পেটব্যথা অনুভব হলে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছেন। পরে পরিবারের সীদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজার এসেছেন। শনিবার থেকে সোমবার পর্যন্ত সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে মঙ্গলবার কক্সবাজার ত্যাগ করার কথা ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
/এএইচএম