Google Alert – পার্বত্য অঞ্চল
আজ সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও উৎসবের মাধ্যমে দিনটি পালন করছেন।
হিন্দু পুরাণ মতে, শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের রক্ষায়। তাঁর আদর্শ ও শিক্ষাই জন্মাষ্টমী উৎসবের মূল প্রেরণা।
এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল থেকেই চলছে গীতাযজ্ঞ, পূজা, ভজন ও ধর্মীয় আলোচনা। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল বের হবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। মিছিল উদ্বোধন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানরা।
জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়ও চলছে বিশেষ ধর্মীয় আয়োজন, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা।
এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, শান্তি ও মানবপ্রেমের বাণী প্রচার করেছেন। তাঁর জীবন দর্শন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থাকতে হবে।”
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।